সূচক-লেনদেন বেড়েছে

সপ্তাহের চতুর্থ দিন সূচক ও লেনদেন বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2021, 11:33 AM
Updated : 10 Feb 2021, 11:33 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১০ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে ৫ হাজার ৫০৯ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান নিয়েছে।

ঢাকার পুঁজিবাজারে এদিন লেনদেন হয় ৭৮৬ কোটি ২ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৬৮৩ কোটি ৩০ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৮টির, অপরিবর্তিত রয়েছে ১১১টির।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৫ দশমিক ৩৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০১ দশমিক ৮৩ পয়েন্টে।

ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হল বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, মীর আখতার হোসেন লিমিটেড, সামিট পাওয়ার, এনার্জিপ্যাক পাওয়ার, স্কয়ার ফার্মা, বিডি ফাইন্যান্স।

ঢাকার পুঁজিবাজারে দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি হল- তৌফিকা ফুডস, গোল্ডেন সন, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, অগ্নী সিস্টেম, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান, বেক্সিমকো ফার্মা ও প্রাইম ইন্সুরেন্স।  

ঢাকার পুঁজিবাজারে দাম কমার তালিকার শীর্ষ ১০ কোম্পানি হল- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্সুরেন্স, বিডি ল্যাম্পস, জিএসপি ফাইন্যান্স, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, ইউনাইটেড ফাইন্যান্স, পেনিনসুলা চিটাগং, নাভানা সিএনজি ও জিবিবি পাওয়ার।  

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫৯ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৭৯ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৩৭ শতাংশ বেশি।

সিএসইতে বুধবার ৫৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৬ কোটি ৭২ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।