দুই দিনে প্রায় ৫% দর হারালো ডিএসই

সপ্তাহের দ্বিতীয় দিনেও বাংলাদেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2021, 12:18 PM
Updated : 8 Feb 2021, 12:18 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১২৮ দশমিক ৩২ পয়েন্ট বা ২ দশমিক ৩৩ শতাংশ কমে ৫ হাজার ৩৭৬ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে।

এ নিয়ে গত দুই দিনে ২৭১ দশমিক ২১ পয়েন্ট বা ৪ দশমিক ৮০ শতাংশ কমেছে ঢাকার পুঁজিবাজারে।

ডিএসইর লেনদেনও আগের চেয়ে বেড়েছে। সোমবার ৭৮৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৭৭১ কোটি ৫২ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৩টির, আর কমেছে ২৩৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৯১টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০ দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৪ দশমিক ৭৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬৭ দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩ দশমিক ৪৭ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৯৬ দশমিক ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৫১৯ পয়েন্টে, যা আগের দিনের তুলনায়  ২ দশমিক ৪৯ শতাংশ কম।

সিএসই সোমবার ৩৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪৪ কোটি ২ লাখ টাকা।

এই বাজারে লেনদেন হয়েছে ২২৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।