সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিন সূচক সামান্য বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2021, 11:58 AM
Updated : 20 Jan 2021, 11:58 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে ৫ হাজার ৮২৭ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে একহাজার ৪১৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ১ হাজার ২৯০ কোটি ৯০ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, আর কমেছে ১৫৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৭৫টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯০ দশমিক শূন্য ৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৭ দশমিক ৪৯ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৯০ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৮৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪৯ শতাংশ বেশি।

সিএসইতে ৫৮ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিন ছিল ৮৬ কোটি ৮৫ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয় ২৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির দর।