পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে, সঙ্গে কমেছে লেনদেনও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2021, 10:08 AM
Updated : 18 Jan 2021, 10:08 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৮ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ কমে ৫ হাজার ৮০১ দশমিক ৭২ পয়েন্ট হয়েছে।

এ বাজারে মোট ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ২ হাজার ৩৪৮ কোটি ৮৭ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৬২টির দর বেড়েছে, ২২২টির কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ১৪৯ দশমিক ১৪ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ২ শতাংশ কমে ১৬ হাজার ৮৯৮ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৯৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৫১ কোটি ৭০ লাখ টাকা।

লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৪৩টির দর বেড়েছে, ১৬২টির কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।