মার্জিন ঋণের সুদের হার বেঁধে দিল বিএসইসি
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2021 09:56 PM BdST Updated: 13 Jan 2021 09:56 PM BdST
-
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবন
মার্জিন ঋণের বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ১২ শতাংশের বেশি সুদ নিতে পারবে না বাবদ স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এতে বলা হয়, মার্জিন ঋণের কস্ট অব ফান্ড বা তহবিলের খরচ হিসেবে ৩ শতাংশ সুদসহ সর্বোচ্চ ১২ শতাংশ রাখতে পারবেন স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা।
পুঁজিবাজারে বিনিয়োগের বিপরীতে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগকে মার্জিন ঋণ বলা হয়।
আর্থিক জারিমানা
আইন ভঙ্গ করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ব্রোকারেজ হাউজ স্কাই সিকিউরিটিজ এবং ঢাকার ব্রোকারেজ হাউজ সাবভ্যালি সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি।
এছাড়া ব্রোকারেজ হাউজ সাবভ্যালি সিকিউরিটিজ লিমিটেডের প্রতিনিধি ইকবাল হোসেনকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।
বন্ড অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফিন্যান্সকে বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা তোলার অনুমতি দিয়েছে বিএসইসি।
৫০০ কোটি টাকার এই বন্ডের প্রতি ইউনিটের দাম হবে ৫০ লাখ টাকা। এর মেয়াদ হবে ৪ বছর।
সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ও স্বায়ত্তশাসিত করপোরেশন এই বন্ড কিনতে পারবে।
এটি হবে জিরো কুপন বন্ড। এটি হবে নন কনভার্টেবল, অর্থাৎ এই বন্ডকে শেয়ারে রূপান্তর করা যাবে না এবং এই বন্ডের টাকা তুলতে কোনো জামানত জমা দেওয়া হয়নি।
বন্ডটির ট্রাস্টি হিসেবে আছে ইসি সিকিউরিটিজ। আর লিড অ্যারেঞ্জার হিসেবে আছে আইডিএলসি ফিন্যান্স।
-
প্রথমবার কমল রবির শেয়ারের দাম
-
সূচক কমেছে পুঁজিবাজারে
-
এখন কেউ ‘খেলতে’ এলেই ধরা পড়বে: বিএসইসি চেয়ারম্যান
-
১৫ দিনে রবির শেয়ারের দাম বেড়েছে ৬০১%
-
২৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই সূচক
-
শেয়ার দরে অস্বাভাবিক ওঠানামা তদন্তের নির্দেশ স্থগিত
-
মার্জিন ঋণের সুদের হার বেঁধে দিল বিএসইসি
-
সবচেয়ে বেশি লেনদেন রবির
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- অঁজিকে হারিয়ে শীর্ষে পিএসজি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের