উল্লম্ফনের পরদিনই বড় দরপতন পুঁজিবাজারে
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2021 04:46 PM BdST Updated: 13 Jan 2021 04:46 PM BdST
এক মাসে শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার তদন্তের ঘোষণার পরদিন বাংলাদেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে।
Related Stories
বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৯১ দশমিক শূন্য ১ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ কমে ৫ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে।
আগের দিন ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে প্রায় শেয়ারের সাধারণ সূচক প্রায় আড়াই শতাংশ বেড়ে যায়। রাতেই এক মাসের মধ্যে ৫০ শতাংশের বেশি ওঠানামা করা শেয়ারের দাম নিয়ে স্টক এক্সচেঞ্জকে খতিয়ে দেখার নির্দেশ দেয় বিএসইসি।
এবিষয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক বিনিয়োগকারী মুনাফায় ছিল। তারা মনে করেছিল, শেয়ারের দাম আরো বাড়বে। তাদের কেউ কেউ আজকে তাদের শেয়ার বিক্রি করে দিয়েছে এবং মুনাফা তুলে নিয়েছে।
“এছাড়া শেয়ারের দাম বাড়া নিয়ে তদন্ত শুরুর খবরে কেউ কেউ ভয় পেয়ে শেয়ার ছেড়ে দিয়েছে। এর ফলে শেয়ারের দাম কমে গেলেও লেনদেন বেড়ে গেছে।”
মঙ্গলবার ঢাকার বাজারে ২ হাজার ১০৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ১ হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, আর কমেছে ২৪৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ দশমিক শূণ্য ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০১ দশমিক ৬৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৫ দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫৯ দশমিক ৮৮ পয়েন্টে।

সিএসইতে ১৪১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৮৮ কোটি ৬৬ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ২৮২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।
-
প্রথমবার কমল রবির শেয়ারের দাম
-
সূচক কমেছে পুঁজিবাজারে
-
এখন কেউ ‘খেলতে’ এলেই ধরা পড়বে: বিএসইসি চেয়ারম্যান
-
১৫ দিনে রবির শেয়ারের দাম বেড়েছে ৬০১%
-
২৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই সূচক
-
শেয়ার দরে অস্বাভাবিক ওঠানামা তদন্তের নির্দেশ স্থগিত
-
মার্জিন ঋণের সুদের হার বেঁধে দিল বিএসইসি
-
সবচেয়ে বেশি লেনদেন রবির
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার