ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার ওটিসিতে

ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডকে মূল পুঁজিবাজারে থেকে সরিয়ে ‘ওভার দ্য কাউন্টার’ (ওটিসিত) এ পাঠিয়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2021, 06:03 PM
Updated : 12 Jan 2021, 06:03 PM

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম এই সংক্রান্ত নির্দেশনা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের শেয়ারটি ঝুঁকিপূর্ণ এবং এই কোম্পানিটির ভিত্তি খুব দুর্বল।

“এই কোম্পানি মূল মার্কেটে থাকলে বিনিয়োগকারীদের ক্ষতি হতে পারে। তাই নির্দেশনা পাওয়া মাত্র বুধবার থেকে ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডকে ওভার দ্য কাউন্টার মার্কেটে পাঠাতে হবে।”

পুঁজিবাজারে মঙ্গলবার ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ারের দাম বেড়েছিল। ঢাকার পুঁজিবাজারে সোমবার এ শেয়ার ১ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছিল, মঙ্গলবার তা বিক্রি হয় ১ টাকা ৯০ পয়সায়।

২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘জেড’ ক্যাটাগরিতে।

আর্থিক সঙ্কটের কারণে গত পাঁচ বছর ধরে ইউনাইটেড এয়ারওয়েজের বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে।

কোম্পানিটি ২০১২-১৩ অর্থবছরে মুনাফা করেছিল ৫৫ কোটি ৫৬ লাখ টাকা, লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের প্রতি ১০০ শেয়ারে নতুন ১২টি শেয়ার দিয়েছিল।

পরের অর্থবছরে ৫৮ কোটি ৭ লাখ টাকা মুনাফা করে কোম্পানিটি। ২০১৪-১৫ অর্থবছরে মুনাফা করে ১৯ কোটি ৪৩ লাখ টাকা; লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের প্রতি ১০০ শেয়ারে নতুন ১০টি শেয়ার দিয়েছিল।

পুঁজিবাজারে ইউনাইটেড এয়ারওয়েজের ৮২ কোটি ৮০ লাখ ৯৮ হাজার ৪৮০টি শেয়ার আছে। এর মধ্যে ২ দশমিক ৫০ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১১ দশমিক ০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮৬ দশমিক ৪৩ শতাংশ শেয়ার আছে।

ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের বাজার মূলধন ১৪৯ কোটি ৬ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৯ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১০ কোটি ৫০ লাখ টাকা।