শেয়ার দরে অস্বাভাবিক ওঠানামা তদন্তের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2021 10:31 PM BdST Updated: 12 Jan 2021 11:10 PM BdST
-
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবন
পুঁজিবাজারে যেসব শেয়ারের দাম গত এক মাসের মধ্যে ৫০ শতাংশের বেশি ওঠানামা করেছে, তার পেছনের কারণ খতিয়ে দেখতে দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্কেট সার্ভেইলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান আইন কর্মকর্তাকে ওই নির্দেশনা জানিয়ে চিঠি দিয়েছে।
বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ সামছুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে চারটি ক্ষেত্রের কথা বলা হয়েছে, যেগুলো ঘটলে দুই স্টক এক্সচেঞ্জকে তদন্ত করতে হবে।
যেসব কোম্পানির শেয়ারের দাম গত ৩০ কার্যদিবস অথবা তার কম সময়ে ৫০ শতাংশের বেশি বেড়ে গেছে অথবা কমে গেছে, তদন্ত করে এর কারণ বের করতে হবে।
৪৫ দিনের মধ্যে সেই তদন্ত প্রতিবেদন বিএসইসিকে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে।
তালিকাভুক্ত যেসব কোম্পানির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বা তার বেশি বেড়েছে, সেসব ক্ষেত্রেও তদন্ত করে দেখতে বলা হয়েছে।
গত এক মাসে যেসব কোম্পানির শেয়ারের লেনদেন আগের ৬ মাসের গড় লেনদেনের তুলনায় ৫ গুণ বা তার বেশি বেড়েছে, তারও কারণ খুঁজে বের করতে বলেছে বিএসইসি।
এছাড়া যেসব কোম্পানির শেয়ারের দাম এবং লেনদেন তাদের মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের ১০ কার্যদিবস আগে থেকেই ৩০ শতাংশের বেশি বেড়েছে বা কমেছে, তার তদন্ত করতে দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, এই চার ক্ষেত্রে কোনো ধরনের ‘কারসাজি’ হয়েছে কিনা, তা বের করতে হবে।
গত কিছুদিন ধরেই শেয়ারবাজারের সূচকে ঊর্ধ্বগতি চলছে। কোনো কোনো কোম্পানির শেয়ারের দাম কয়েক গুণ বেড়ে গেছে। এর মধ্যে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারও রয়েছে।
মঙ্গলবারও ঢাকার শেয়ার বাজারে মূল্য সূচক ও লেনদেনের পরিমাণে বড় উল্লম্ফন ঘটেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক দিনেই ১৪২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬১ পয়েন্টে পৌঁছেছে, যা প্রায় সাড়ে ২৩ মাসের মধ্যে বেশি।
-
প্রথমবার কমল রবির শেয়ারের দাম
-
সূচক কমেছে পুঁজিবাজারে
-
এখন কেউ ‘খেলতে’ এলেই ধরা পড়বে: বিএসইসি চেয়ারম্যান
-
১৫ দিনে রবির শেয়ারের দাম বেড়েছে ৬০১%
-
২৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই সূচক
-
শেয়ার দরে অস্বাভাবিক ওঠানামা তদন্তের নির্দেশ স্থগিত
-
মার্জিন ঋণের সুদের হার বেঁধে দিল বিএসইসি
-
সবচেয়ে বেশি লেনদেন রবির
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- অঁজিকে হারিয়ে শীর্ষে পিএসজি
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- টিভি সূচি (রোববার, ১৭ জানুয়ারি ২০২১)
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব