ডিএসই সূচক সাড়ে ২২ মাসে সর্বোচ্চ অবস্থানে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই; এর মধ্যে ঢাকার পুঁজিবাজারে সূচক গত সাড়ে ২২ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2021, 11:14 AM
Updated : 11 Jan 2021, 12:02 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৪ দশমিক ৭০ পয়েন্ট বা ১ দশমিক ৫০ শতাংশ বেড়ে ৫ হাজার ৭১৮ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান নেয়।

এর আগে এর চেয়ে বেশি সূচক ছিল ২০১৯ সালের ৩ মার্চ। সেদিন সূচক ছিল ৫ হাজার ৭২৩ পয়েন্ট।

এ বাজারে সোমবার ১ হাজার ৬৭৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ১ হাজার ৫০৫ কোটি ৬৮ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৮০টির, অপরিবর্তিত রয়েছে ৫২টির।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩ দশমিক শূণ্য ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৭ দশমিক ৪১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৩ দশমিক ৯৭ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৭৭ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৬৫ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৬৯ শতাংশ বেশি।

সিএসইতে ৭৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫২ কোটি ৯৩ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।