সূচক বেড়েছে দুই বাজারে

সপ্তাহের চতুর্থ দিন বুধবার সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2021, 11:28 AM
Updated : 6 Jan 2021, 11:28 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৪০ দশমিক ১৯ পয়েন্ট হয়েছে।

এ বাজারে বুধবার ১ হাজার ৫৭৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১২০টির দর বেড়েছে, ১৭১টির কমেছে এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫৬ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ বেড়ে ১৬ হাজার ২৯৪ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ১০৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৫৫ কোটি ৪৯ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।