বেক্সপাওয়ারের সাড়ে ৩ কোটি শেয়ার কিনে নিল বেক্সিমকো লিমিটেড

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড তাদের সহযোগী কোম্পানি বেক্সিমকো পাওয়ারের (বেক্সপাওয়ার) সাড়ে তিন কোটি শেয়ার ৩৫ কোটি টাকায় কিনে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2021, 10:23 AM
Updated : 3 Jan 2021, 10:23 AM
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে বেক্সিমকো লিমিটেডের এই শেয়ার কেনার খবর জানানো হয়েছে।

নতুন করে সাড়ে তিন কোটি শেয়ার কেনায় বেক্সিমকো পাওয়ারের ৭৫ শতাংশের মালিকানা এখন বেক্সিমকো লিমিটেডের হাতে গেল। আগে মূল কোম্পানির হাতে ৪০ শতাংশের মালিকানা ছিল।

এই সাড়ে ৩ কোটি শেয়ার এতদিন ছিল বেক্সিমকো গ্রুপের আরেক কোম্পানি বেক্সিমকো হোল্ডিংসের হাতে। লেনদেনের ৩৫ কোটি টাকা বেক্সিমকো হোল্ডিংসই পেয়েছে।

বেক্সিমকো পাওয়ারের (বেক্সপাওয়ার) বাকি ২৫ শতাংশের মালিকানা রয়েছে সালমান এফ রহমান, এ এস এফ রহমান, নাজমুল হাসান এবং ও কে চৌধুরীর হাতে।

বেক্সিমকো পাওয়ার (বেক্সপাওয়ার) আবার তিস্তা সোলার লিমিটেড এবং করতোয়া সোলার লিমিটেড নামে দুটি কোম্পানির ৮০ শতাংশের মালিক।

তিস্তা সোলার লিমিটেড গাইবান্ধায় ২০০ মেগাওয়াট এবং করতোয়া সোলার লিমিটেড পঞ্চগড়ে ৩০ মেগাওয়ার ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে ইতোমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে  চুক্তি করেছে। 

ওই দুই কোম্পানির বাকি ২০ শতাংশ শেয়ার রয়েছে আছে চীনা কারিগরি অংশীদার কোম্পানির হাতে।   

শেয়ার হাতবদলের খবরে রোববার বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে। ঢাকার পুঁজিবাজারে বৃহস্পতিবার এ শেয়ার ৫৭ টাকায় লেনদেন হয়েছিল, রোববার তা বিক্রি হয়েছে ৬২ টাকা ৭০ পয়সায়।

৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে বেক্সিমকো লিমিটেড প্রতি শেয়ারে মুনাফা করেছে ৫১ পয়সা। আর তাদের শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ টাকা ৩৩ পয়সায়।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘বি’ ক্যাটাগরিতে।

বেক্সিমকো লিমিটেড ২০১৭-১৮ অর্থবছরে মুনাফা করেছিল ১২৯ কোটি ১ লাখ টাকা, লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ৫ পয়সা এবং প্রতি ১০০ শেয়ারে নতুন ৫টি শেয়ার দিয়েছিল।

২০১৮-১৯ অর্থবছরে এ কোম্পানি ১৪২ কোটি ৬২ লাখ টাকা মুনাফা করে এবং প্রতি শেয়ারে ৫০ পয়সা লভ্যাংশ দেয়।

আর ২০১৯-২০ অর্থবছরে মুনাফা করে ৪৪ কোটি ৬২ লাখ টাকা; লভ্যাংশ হিসেবে প্রতি শেয়ারে ৫০ পয়সা দেয়।

পুঁজিবাজারে বেক্সিমকো লিমিটেডের ৮৭ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৮৭৯টি শেয়ার আছে। এর মধ্যে ৩০ দশমিক শূন্য ৫৫ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২১ দশমিক ১৯ শতাংশ, বিদেশিদের হাতে ১ দশমিক ৬৭ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৬ দশমিক ৫৯ শতাংশ শেয়ার আছে।

বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন ৪ হাজার ৯৯৫ কোটি ১ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৮৭৬ কোটি ৩২ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৫ হাজার ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা।