পুঁজিবাজার: বছরের প্রথম লেনদেনে সূচকে ঊর্ধ্বগতি

বছরের প্রথম লেনদেনে প্রথম ৩ ঘণ্টায় সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2021, 08:24 AM
Updated : 3 Jan 2021, 08:24 AM

রোববার ছিল ২০২১ সালের প্রথম লেনদেন। বেলা ১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯৩ দশমিক ৭২ পয়েন্ট বা ৩ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৯৫ দশমিক ৭৯ পয়েন্ট হয়।

এ বাজারে ওই সময় পর্যন্ত ১ হাজার ৩৯৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তখন পর্যন্ত লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬০টির, কমেছে ৬০টির; অপরিবর্তিত ছিল ৫১টির দর।

বেলা ১টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫৭৫ দশমিক ৪৪ পয়েন্ট বা ৩ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ১৬ হাজার ১৬৮ পয়েন্ট হয়।

ওই সময় পর্যন্ত সিএসইতে ৪৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৮৫টির দর বেড়েছে, ৩৯টির কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।