আইপিও নিলামে বেশি দর হাঁকানো বিনিয়োগকারীদের শাস্তি

পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের বাড়তি দামের ক্ষতি থেকে বাঁচাতে নিলামে আইপিও নিলামে দ্বিগুণ দাম হাঁকানো প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শাস্তি দিল নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2021, 05:34 AM
Updated : 1 Jan 2021, 05:34 AM

সম্প্রতি বুকবিল্ডিং পদ্ধতিতে বাজারে আসা কয়েকটি কোম্পানির নিলামের সময় যেসব প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী বেশি দাম হাঁকিয়েছিল, তাদের বিভিন্ন মেয়াদে নিলামে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তাতে বলা হয়েছে, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, মীর আক্তার হোসেন লিমিটেড, লুব রেফ এবং ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিলামে যেসব প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী কাট অফ প্রাইসের ২০০ শতাংশের বেশি দাম হাঁকিয়েছিল, তাদের পরবর্তী তিনটি আইপিও নিলামে অংশ নিতে দেওয়া হবে না।

যারা কাট অফ প্রাইসের ১৫০ শতাংশ থেকে ২০০ শতাংশ পর্যন্ত বেশি দাম হাঁকিয়েছিল, তারা পরবর্তী দুই নিলামে অংশ নিতে পারবে না।

আর যারা কাট অফ প্রাইসের ১০০ শতাংশ থেকে ১৫০ শতাংশ বেশি দাম হাঁকিয়েছিল, তারা পরবর্তী এক নিলামে অংশগ্রহণের অযোগ্য হবে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের কাট অফ প্রাইস ছিল ৩১৫ টাকা; কিন্তু নিলামে সর্বোচ্চ ৭৬৫ টাকা দাম উঠেছিল।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ারের কাট অফ প্রাইস ৩৫ টাকা হলেও নিলামে সর্বোচ্চ ৮৫ টাকা দাম ওঠে।

মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ারের কাট অফ প্রাইস ছিল ৬০ টাকা, নিলামে সর্বোচ্চ দাম উঠেছিল ৯৮ টাকা।

লুব রেফ লিমিটেডের শেয়ারের কাট অফ প্রাইস ছিল ৩০ টাকা; আর নিলামে সর্বোচ্চ ৬০ টাকা দাম উঠেছিল।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের কাট অফ প্রাইস ৬২ টাকা ছিল। নিলামে উঠেছিল সর্বোচ্চ ১০০ টাকা।