সোনালী আঁশের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি

পুঁজিবাজারে পাট খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম কোনো কারণ ছাড়া অস্বাভাবিক হারে বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2020, 08:32 AM
Updated : 29 Dec 2020, 08:32 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৯ ডিসেম্বর সোনালী আঁশের শেয়ারের দর ছিল ৩৯৫ টাকা ৬০ পয়সা, যা বেড়ে সোমবার ৬৩১ টাকা ৭০ পয়সায় উঠে।

অর্থাৎ ২০ দিনে ২৩৬ টাকা ১০ পয়সা বা ৫৯ দশমিক ৬৮ শতাংশ দাম বেড়েছে।

ক্রমাগত দাম বাড়তে থাকায় রোববার সোনালী আঁশের কাছে কারণ জানতে চেয়েছিল ডিএসই।

জবাবে কোম্পানিটি বলেছে, তার কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই, যার প্রভাবে শেয়ারের দাম বাড়তে পারে।