ডিএসই সূচক দেড় বছরের মধ্যে বেশি

সপ্তাহের প্রথম দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2020, 10:32 AM
Updated : 27 Dec 2020, 10:32 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১০৯ দশমিক ৯০ পয়েন্ট বা ২ দশমিক ১০ শতাংশ বেড়ে ৫ হাজার ৩২৮ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করছে।

এই সূচক গত সাড়ে ১৭ মাসের মধ্যে বেশি। এর আগে এর চেয়ে বেশি সূচক ছিল গত বছরের ৭ জুলাই। সেদিন সূচক ছিল ৫ হাজার ৩৩৩ পয়েন্ট।

এ বাজারে রোববার ১ হাজার ৫২৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ১ হাজার ৪০৫ কোটি ৬৮ লাখ টাকা ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এই লেনদেন ছয় মাসের মধ্যে বেশি। চলতি বছরের ২৮ জুন লেনদেন ছিল ২ হজার ৫৪৩ কোটি ২৬ লাখ টাকা। 

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৬৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩ দশমিক শূন্য ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২৬ দশমিক ৭৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৮ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৫ দশমিক ৬৭ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৭০ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৫৯ পয়েন্টে, যা কর্মদিবসের তুলনায় ২ দশমিক ৪৭ শতাংশ বেশি।

সিএসইতে ৬৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা কর্মদিবসে ছিল ৭৩ কোটি ১২ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।