সাড়ে তিন মাসের মধ্যে বেশি লেনদেন ডিএসইতে

সপ্তাহের চতুর্থ দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2020, 11:48 AM
Updated : 23 Dec 2020, 11:48 AM

আর এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। 

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩৪ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৫ হাজার ১৩৩ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে বুধবার ১ হাজার ২৪৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৫১ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এই লেনদেন সাড়ে তিন মাসের মধ্যে বেশি। এর আগে এরচেয়ে বেশি লেনদেন হয়েছিল গত ১৩ সেপ্টেম্বর। সেদিন লেনদেন ছিল ১ হজার ৩২৯ কোটি ৭৩ লাখ টাকা। 

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৬৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৯১টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক শূণ্য ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৬ দশমিক ৩০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৩ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩৬ দশমিক ২৪ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৯০ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৪৪ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৬১ শতাংশ বেশি।

সিএসইতে ৫২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪৭ কোটি ৮৬ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির দর।