সূচক বেড়েছে পুঁজিবাজারে 

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2020, 10:31 AM
Updated : 21 Dec 2020, 10:31 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪০ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ বেড়ে ৫ হাজার ১১৫ দশমিক ১৯ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ১ হাজার ১৩৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৮৬০ কোটি ৩২ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে ১৩০টির দর বেড়েছে, ১৪৬টির কমেছে এবং ৮০টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ১৩৯ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ বেড়ে ১৪ হাজার ৭৩৪ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ২৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ৩০ কোটি ৬৯ লাখ টাকা ছিল।

এ বাজারে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১০৫টির দর বেড়েছে, ৮৯টির কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।