সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন সূচক কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2020, 10:13 AM
Updated : 20 Dec 2020, 10:13 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩ দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ কমে ৫ হাজার ৭৪ দশমিক ৫৮ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ৮৬০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৭০৫ কোটি ৬ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৮১টির দর বেড়েছে, ২১৩টির কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৭৫ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ কমে ১৪ হাজার ৫৯৪ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৩০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ৫৮ কোটি ২৫ লাখ টাকা ছিল।

এ বাজারে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৬১টির দর বেড়েছে, ১৫০টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।