কমেছে সূচক, লেনদেন

সপ্তাহের শেষ দিন সূচক আর লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2020, 11:33 AM
Updated : 17 Dec 2020, 11:33 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৫ দশমিক ০২ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ কমে ৫ হাজার ১০৮ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে বৃহস্পতিবার ৭০৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৯৭২ কোটি ৪ লাখ টাকা ছিল।

ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৮৬টির। অপরিবর্তিত রয়েছে ৭৭টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক শূন্য ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮০ দশমিক শূন্য ৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯৮ দশমিক ৬১ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫৩ দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৭০ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩৬ শতাংশ কম।

সিএসইতে ৫৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪৪ কোটি ৪০ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির দর।