সূচক, লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন সূচক ও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2020, 10:33 AM
Updated : 15 Dec 2020, 10:33 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২৩ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ কমে ৫ হাজার ১২৩ দশমিক ০৬ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে ৯৭২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৯৭৯ কোটি ৩৪ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, আর কমেছে ১৫৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৭২টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক শূন্য ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৫ দশমিক ৫৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮০৬ দশমিক শূন্য ৪ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৬২ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭২৩ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪২ শতাংশ কম।

সিএসইতে ৪৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৭৫ কোটি ২৭ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর।