সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2020, 11:21 AM
Updated : 14 Dec 2020, 11:21 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ বেড়ে ৫ হাজার ১৪৭ দশমিক ০২ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ৯৭৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ১০০৩ কোটি ৩৮ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে ১২২টির দর বেড়েছে, ১৬৬টির কমেছে এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৯৯ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ বেড়ে ১৪ হাজার ৭৮৬ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৭৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৫ কোটি ২৭ লাখ টাকা।

লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৯৬টির দর বেড়েছে, ১১৮টির কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।