ঊর্ধ্বমুখী সূচক নিয়ে সপ্তাহ শেষ পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2020, 09:52 AM
Updated : 10 Dec 2020, 09:52 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক শূন্য ৪৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৯৪ দশমিক ৬৬ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ৯৩৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৮২৫ কোটি ৩১ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৫৪টির দর বেড়েছে, ১১৩টির কমেছে এবং ৯০টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৭১ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ বেড়ে ১৪ হাজার ৬০২ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৩৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ৩১ কোটি ৪৫ লাখ টাকা ছিল।

এ বাজারে লেনদেন হওয়া ২৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১২৩টির দর বেড়েছে, ৮৮টির কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।