এফএসআইবিএলের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে (এফএসআইবি) বন্ড ছেড়ে ৬০০ কোটি টাকা তোলার অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2020, 01:34 PM
Updated : 9 Dec 2020, 01:34 PM

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

বন্ডটির প্রতি ইউনিটের দাম হবে ১০ লাখ টাকা। এতে বিনিয়োগ করলে প্রতিবছর মিলবে ৬ শতাংশ থেকে ১০ শতাংশ মুনাফা।

বন্ডের মাধ্যমে তোলা টাকা দিয়ে ব্যবসার মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

এই বন্ডটি কিনতে পারবে সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ও স্বায়ত্তশাসিত কর্পোরেশন।

এটি একটি পারপেচুয়াল বন্ড, অর্থাৎ এর কোনো ম্যাচিউরিটি ডেট নেই। এটি হবে নন কনভার্টেবল, অর্থাৎ এই বন্ডকে শেয়ারে রূপান্তর করা যাবে না এবং এই বন্ডের টাকা তুলতে কোনো জামানত জমা দেওয়া হয়নি।

বন্ডটির ট্রাস্টি হিসেবে আছে গ্রিন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড। আর লিড অ্যারেঞ্জার হিসেবে আছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।