সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2020, 09:46 AM
Updated : 9 Dec 2020, 09:46 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬২ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক শূন্য ৪৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৯ দশমিক ৮৮ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ৮২৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৭১৯ কোটি ৫৯ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৪৭টির দর বেড়েছে, ১১৯টির কমেছে এবং ৮৯টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৬২ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বেড়ে ১৪ হাজার ৫৩৫ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন ৩১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ৩২ কোটি ২২ লাখ টাকা ছিল।

সিএসইতে লেনদেন হওয়া ২৭১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৩০টির দর বেড়েছে, ৯০টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।