লেনদেনের শুরুর দিনে ডমিনেজের দর বাড়ল ৫০%
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2020 05:03 PM BdST Updated: 02 Dec 2020 06:01 PM BdST
বাংলাদেশের পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের শেয়ারের দাম প্রথম দিনের লেনদেনে ৫০ শতাংশ বেড়েছে।
Related Stories
আইপিও ছাড়ার চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর প্রকৌশল খাতের কোম্পানিটির শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারই প্রথম লেনদেনে আসে।
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস আইপিওতে ১০ টাকায় শেয়ার বিক্রি করেছিল।
বুধবার কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম ছিল ১৫ টাকা। অর্থাৎ প্রথম লেনদেনে ১০ টাকার শেয়ারটি বিনিয়োগকারীরা ৫০ শতাংশ বেশি দামে বিক্রি করতে পেরেছেন।
তবে চার বারে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের মাত্র ৫৭৩টি শেয়ার হাতবদল হয়েছে, টাকার অংকে যার দাম ৮ হাজার ৫৯৫ টাকা।
এখন তালিকাভুক্তির পর প্রথম ও দ্বিতীয় দিনের লেনদেনে নতুন কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৫০ শতাংশ বাড়তে পারে।
এর আগে চলতি বছরের ২৬ অগাস্ট প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহের প্রাথমিক অনুমোদন পায় কোম্পানিটি।
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস এই টাকায় নতুন ভবন তৈরি ছাড়াও বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, যন্ত্রপাতি কিনে ব্যবসা সম্প্রসারণ এবং প্রাথমিক গণপ্রস্তাবে ব্যয় করবে।
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ২০০৭ সালের ৮ মার্চ ব্যবসায়িক নিবন্ধন পেয়ে ২০০৭ সালের ১ সেপ্টেম্বর কার্যক্রম শুরু করে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, আর চেয়ারম্যান মোহাম্মদ ছামছুল ইসলাম ।
কোম্পানিটি প্রি-ইঞ্জিনিয়ার্ড স্টিল বিল্ডিং স্ট্রাকচার তৈরি করে থাকে।
২০১৫ সাল কোম্পানিটি মুনাফা করেছে ৭ কোটি ৯৪ লাখ টাকা, ২০১৬ সালে ৯ কোটি ৪৫ লাখ টাকা, ২০১৭ সালে মুনাফা করেছে ৯ কোটি ৮০ লাখ টাকা, ২০১৮ সালে মুনাফা করেছে ৯ কোটি টাকা এবং ২০১৯ সালে মুনাফা করেছে ৯ কোটি ৬৭ লাখ টাকা।
২০১৯ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মোট সম্পদের পরিমান ১৫৩ কোটি। রিটার্ন অন অ্যাসেট বা সম্পদ ব্যবহার করে ৬ দশমিক ৩২ শতাংশ আয় হয়েছে।
কোম্পানির নেট প্রফিট মার্জিন ১৫ দশমিক ৩২ শতাংশ অর্থাৎ ১০০ টাকা বিক্রি করলে ১৫ টাকা ৩২ পয়সা মুনাফা হয়।
সম্পদ ব্যবহারে কোম্পানির দক্ষতার একটি মানদণ্ড রিটার্ন অন অ্যাসেট। আর কোম্পানির মুনাফা করার ক্ষমতা তুলে ধরে নেট প্রফিট মার্জিন। দুটোই যত বেশি, কোম্পানি তত ভাল।
পুঁজিবাজারে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৯ কোটি ৫০ লাখ শেয়ার আছে। এর মধ্যে ৩০ দশমিক শূন্য ২০ শতাংশ আছে পরিচালকদের হাতে।
এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২৪ দশমিক ৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৫ দশমিক ৩০ শতাংশ শেয়ার আছে।
কোম্পানির পরিশোধিত মূলধন ৯৫ কোটি টাকা; রিজার্ভের পরিমাণ ৭২ কোটি ৯৮ লাখ টাকা।কোম্পানিটির বাজার মূলধন ১৪২ কোটি ৫০ লাখ টাকা।
পুঁজিবাজারে ১০ টাকা দামের ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা তুলেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের । বর্তমানে এ শেয়ার লেনদেন হচ্ছে ‘এন’ ক্যাটাগরিতে।
-
লেনদেনের শুরুর দিনে ৫০% দর বাড়ল এনার্জিপ্যাকের
-
নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপের পর বেড়েছে বীমার শেয়ারের দাম
-
সূচক বেড়েছে পুঁজিবাজারে
-
এনার্জিপ্যাকের লেনদেন শুরু হচ্ছে মঙ্গলবার
-
প্রথমবার কমল রবির শেয়ারের দাম
-
পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন
-
সূচক কমেছে পুঁজিবাজারে
-
এখন কেউ ‘খেলতে’ এলেই ধরা পড়বে: বিএসইসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
- বৃষ্টি নামবে, বাড়বে শীত
- ব্রিজবেন দুর্গ জয় করে ভারতের ইতিহাস
- সৌম্যকে জানানো হয়েছে ‘৪-৫ মাস আগে’
- অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই
- নেইমার-এমবাপেকে থাকতে অনুরোধ করবে না পিএসজি
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
- লাল কার্ড পাওয়া মেসির পাশেই কোচ
- রাজশাহীতে ট্রাফিক সার্জেন্ট পিটুনিতে আহত
- মাশরাফির আওয়াজ একটাই ‘বাংলাদেশ’