সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

সপ্তাহের প্রথম দিন সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2020, 11:05 AM
Updated : 29 Nov 2020, 11:05 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৮১ দশমিক ৮২ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ৭৬৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৭৫৮ কোটি ৩৩ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১১০টির দর বেড়েছে, ১৪৫টির কমেছে এবং ৯৫টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৭৬ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১৪ হাজার ৩৮ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ২৩ কোটি ৩৭ লাখ টাকা ছিল।

এ বাজারে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৮৫টির দর বেড়েছে, ৯৪টির কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।