সূচক বেড়েছে পুঁজিবাজারে
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2020 05:50 PM BdST Updated: 24 Nov 2020 05:50 PM BdST
সপ্তাহের তৃতীয় দিন সূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৫ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৩৩ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে।
এ বাজারে লেনদেন হয় ৬৭১ কোটি ৩ লাখ টাকার শেয়ার, যা আগের কর্মদিবসে ৬২১ কোটি ২৮ লাখ টাকা ছিল।
গত রোববারের লেনদেন ছিল প্রায় ৪ মাসের মধ্যে কম। এর আগে এর চেয়ে কম লেনদেন হয়েছিল চলতি বছরের ২৯ জুলাই। সেদিন লিনদেন ছিল ৩৯৯ কোটি ৫২ লাখ টাকা।
দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণ গত মঙ্গলবার থেকে শুরু হয়েছিল। সোমবার (আইপিও) আবেদন গ্রহণ পর্যন্ত চলেছে।

ডিএসইর লেনদেন ৮ শত কোটির ঘর থেকে ৫ শত কোটির ঘরে নেমে এসেছিল। আইপিওর আবেদেন শেষ হয়ে যাওয়ায় আবার বাড়তে শুরু করেছে লেনদেন।
মঙ্গলবার ডিএসইতে হাতবদল হয়েছে ৩৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, আর কমেছে ৭১টির। আর অপরিবর্তিত রয়েছে ৯৯টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১২ দশমিক ৮২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৭৪ দশমিক ৭০ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৬৩ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮৭০ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪৫ শতাংশ বেশি।
সিএসইতে ২২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৩ কোটি ১ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর।
-
ডিএসইর দিনের লেনদেনের ১৮% বেক্সিমকো ফার্মার
-
আরএকে সিরামিকস ফের উৎপাদনে
-
সূচক কমেছে পুঁজিবাজারে
-
আইপিওতে লটারি বাদ: সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ
-
ডিএসইতে লেনদেন ২০০ কোটি টাকা কমেছে
-
অগ্নিকাণ্ডের পর জাহিন স্পিনিংয়ে শেয়ারের দরপতন
-
পিকে হালদারসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সাড়ে চার কোটি টাকা জরিমানা
-
১৯৯৬ বা ২০১০ আর আসবে না: ডিএসই চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- সাবেক এমপি পেলেন গৃহহীনদের ঘর
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- আলাভেসকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল
- এশিয়ার ‘মাদক সম্রাট’ আমস্টার্ডামে গ্রেপ্তার
- টিভি সূচি (রোববার, ২৪ জানুয়ারি ২০২১)
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর
- এলচেকে হারিয়ে তিনে বার্সা