মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন বাড়াতে উদ্যোগ

বাংলাদেশের পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতের লেনদেন বাড়ানোর উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2020, 03:47 PM
Updated : 23 Nov 2020, 03:47 PM

এই খাতে মার্জিন ঋণ দেওয়ার সুযোগের কথা সোমবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজারে বিনিয়োগের বিপরীতে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগকে মার্জিন ঋণ বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ২৬ অক্টোবর এক নির্দেশনায় মিউচ্যুয়াল ফান্ড খাতে মার্জিন ঋণ দেওয়ার সুযোগ বন্ধ করে বিএসইসি। ২০১০ সালের ৩০ ডিসেম্বর সেই নির্দেশনা বাতিল করা হয়।

বাতিলের ফলে মিউচ্যুয়াল ফান্ডে ইউনিটে মার্জিন ঋণ দেওয়ার সুযোগ পুনর্বহাল হয়েছে, যা এখনও চলমান রয়েছে বলে স্পষ্ট করেছে বিএসইসি। 

হঠাত্ করে মিউচ্যুয়াল ফান্ড খাতে মার্জিন ঋণ দেওয়ার বিষয়টি কেন মনে করিয়ে দেওয়া হলো জানতে চাইলে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিউচ্যুয়াল ফান্ড খাতে মার্জিন ঋণ দেওয়া নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে।

“কোনো ব্রোকারেজ হাউজ ঋণ দিচ্ছিল, আবার কেউ কেউ দিচ্ছিল না। তাই বিষয়টি আমরা স্পষ্ট করলাম।”