পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 10:53 AM
Updated : 22 Nov 2020, 10:53 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩৪ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ কমে ৪ হাজার ৮৪৫ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে রোববার ৪৮৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৫৮৫ কোটি ৩১ লাখ টাকা ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী বলেছেন, অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে রবির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের টাকা যোগাড় করছেন।

রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, আর কমেছে ১৯৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৭৮টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২৩ দশমিক ৯২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৮৭ দশমিক ৭৮ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১০৪ দশমিক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৬৩ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭৫ শতাংশ কম।

সিএসইতে ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৪ কোটি ৮০ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।