লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 10:59 AM
Updated : 16 Nov 2020, 10:59 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক শূন্য ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৭১ দশমিক ৪১ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ৭৯০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৫৩টির; অপরিবর্তিত রয়েছে ৮৬টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ১৫ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ কমে ১৩ হাজার ৯৩০ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ১৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩০ কোটি ৯৭ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৭৩টির দর বেড়েছে, ১২৬টির কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।