এমআই সিমেন্টের লভ্যাংশ ঘোষণা, আর্থিক প্রতিবেদেনে ‘অসঙ্গতি’

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত এমআই সিমেন্ট ফ্যাক্টরি

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2020, 02:47 PM
Updated : 15 Nov 2020, 02:47 PM

লিমিটেড লোকসান করেও বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে।

তবে তাদের গেল বছরের আর্থিক প্রতিবেদেন অসঙ্গতি পেয়েছে নীরিক্ষক।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এমআই সিমেন্টের পরিচালনা পর্ষদ।

অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা করে পাবেন।

আগামী ২৯ ডিসেম্বর সাধারণ সভায় এই লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৬ ডিসেম্বর।

লভ্যাংশের খবরে এমআই সিমেন্টের শেয়ার দরে তেমন কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার যেখানে এ শেয়ার ঢাকার পুঁজিবাজারে ৪৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল, রোববার তা ৪৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।

৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে এমআই সিমেন্ট প্রতি শেয়ারে ৮৯ পয়সা লোকসান দেখিয়েছে, শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ টাকা ৩৮ পয়সা।

তবে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত আরেক ঘোষণায় বলা হয়েছে, এমআই সিমেন্টের আর্থিক প্রতিবেদনে তাদের নিরীক্ষক কিছু অসঙ্গতি পেয়েছে।

“নীরিক্ষক জানিয়েছে, এ কোম্পানির পাওনা টাকা আদায় করার কোনো ভালো পদ্ধতি নেই। তাই কোম্পানি পণ্য সরবরাহ করলেও বেশ কিছু টাকা এক বছরের বেশি সময় আটকে আছে। এর মধ্যে কিছু টাকা আদায় না হওয়ার সম্ভাবনা আছে।

“সেসব ঝুঁকির তথ্য আর্থিক প্রতিবেদনে সঠিকভাবে দেখানো হয়নি। কোম্পানির খরচ যা দেখানোর কথা ছিল, তার চেয়ে কম দেখানো হয়েছে। এর ফলে মুনাফা কিছুটা বাড়িয়ে দেখানো হয়েছে।”  

২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্টের শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৮-১৯ অর্থবছরে এ কোম্পানি ২৫ কোটি ১১ লাখ টাকা মুনাফা করে বিনিয়োগকারীদের লভ্যাংশ হিসেবে শেয়ার প্রতি ১ টাকা দিয়েছিল।

আর ২০১৭-১৮ অর্থবছরে ৩১ কোটি ৫৬ লাখ টাকা মুনাফা করে লভ্যাংশ দিয়েছিল প্রতি শেয়ারে ১ টাকা ৫০ পয়সা।

পুঁজিবাজারে এ কোম্পানির ১৪ কোটি ৮৫ লাখ শেয়ার আছে। এর মধ্যে ৬৭ দশমিক শূন্য ৮ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৬ দশমিক ৯৯ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের হাতে আছে দশমিক ১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৫ দশমিক ৮২ শতাংশ শেয়ার আছে।

এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের বর্তমান বাজার মূলধন ৬৫০ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১৪৮ কোটি ৫০ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ২৭১ কোটি ৮৯ লাখ টাকা।