লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন লেনদেন বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2020, 11:20 AM
Updated : 15 Nov 2020, 11:20 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৯৮৮ কোটি ৭ লাখ টাকা।

লেনদেন হয়েছে ৩৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, আর কমেছে ১৬৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৮৪টির দর।

প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ কমে ৪ হাজার ৮৬৭ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৪ দশমিক ৫৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৯৬ দশমিক ৫৩ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১২১ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৪৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৮৬ শতাংশ কম।

সিএসইতে ৩০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৭ কোটি ৯৬ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির দর।