৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে সিএসই

২০১৯-২০ অর্থবছরের জন্য শেয়ার হোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2020, 05:20 PM
Updated : 12 Nov 2020, 05:21 PM

বৃহস্পতিবার বার্ষিক সাধারণ সভায় তা আনুমোদন হয় বলে সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহীম। বিএসইসির নির্দেশনা অনুযায়ী ডিজিটাল প্লাটফর্মে হয় এই সভা।

সভায় উপস্থিত ছিলেন সিএসই পরিচালক অধ্যাপক এস এম সালামাত উল্লাহ ভুইয়া,এম এ মালেক, এসএম আবু তৈয়ব, সোহেল মোহাম্মদ শাকুর, মো. লিয়াকত হোসেইন চৌধুরী, আনিতা গাজী ইসলাম, মির্জা সালমান ইস্পাহানি, এমদাদুল ইসলাম, শাহাজাদা মাহমুদ চৌধুরী, মোহাম্মদ ছায়েদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ, কোম্পানি সেক্রেটার রাজীব সাহা।

সভায় শেয়ার হোল্ডাররা এসআর ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান এবং আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ মহিউদ্দিনকে পরিচালক হিসাবে নির্বাচিত করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।