তদন্তের খবরে কমেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারদর

শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করার খবরে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারের দাম ১০ শতাংশ কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2020, 02:37 PM
Updated : 10 Nov 2020, 02:37 PM

পুঁজিবাজারে তালিকাভুক্তির পর টানা বাড়ছিল এই কোম্পানির শেয়ারের দাম। তার কারণ খতিয়ে দেখতে সোমবার তদন্ত কমিটি গঠন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার পুঁজিবাজারে প্রথম লেনদেন হয় গত ২৫ অক্টোবর।

১০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ার সোমবার লেনদেন হয়েছিল ৬০ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ, ১১ কার্যদিবসে দাম বাড়ে ৫০৭ শতাংশ।

সোমবার তদন্ত কমিটি গঠনের পর মঙ্গলবার ৬ টাকা কমে যায় এই কোম্পানির শেয়ারের দাম। মঙ্গলবার সর্বশেষ লেনদেন হয়েছে ৫৪ টাকা ৭০ পয়সায়।   

মঙ্গলবার কোম্পানিটির মোট ৪৫ লাখ ৪৩ হাজার ৬০৪টি শেয়ার লেনদেন হয়, যা টাকার হিসাবে ২৫ কোটি ৫৭ লাখ টাকা।

পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ প্রাথমিক শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা মূলধন তোলার জন্য গত জুলাই মাসে অ্যাসোসিয়েটেড অক্সিজেনকে অনুমোদন দেওয়া হয়।

১৯৯০ সালে নিবন্ধন পাওয়ার পর ১৯৯২ সালের ডিসেম্বর থেকে ব্যবসা শুরু করে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির বিক্রি ছিল ৪০ কোটি টাকার মতো। সব খরচ বাদ দিয়ে নিট মুনাফা ছিল ১১ কোটি টাকা।

৮ কোটি শেয়ার হিসাব করে তাদের শেয়ার প্রতি মুনাফা হয় ১ টাকা ৫১ পয়সার মত। আর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয় ১৭ টাকা ৩৭ পয়সা।

অ্যাসোসিয়েটেড অক্সিজেনের বর্তমান বাজার মূলধন ৫২৪ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৯৫ টাকা; রিজার্ভের পরিমাণ ৫৮ কোটি ৯৯ লাখ টাকা।