সূচক হারালেও বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় দিন সূচক কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে, তবে বেড়েছে লেনদেন।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2020, 01:39 PM
Updated : 10 Nov 2020, 01:39 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের ২৮ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ কমে ৪ হাজার ৮৯৯ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে ৯২৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিন ছিল ৮৮১ কোটি ৩৩ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, আর কমেছে ১৮৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৮৬টির দর।

ডিএস্ইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১২ দশমিক ৮০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭০৩ দশমিক ৩২ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫৩ দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৫ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩৮ শতাংশ কম।

সিএসইতে ২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৩ কোটি ৮৫ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর।