৩ কোম্পানি ও এক মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানি এবং একটি মিউচূয়াল ফান্ড তাদের লভ্যাংশের তথ্য দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2020, 01:48 PM
Updated : 9 Nov 2020, 01:48 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ওষুধ খাত

ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।  

বস্ত্র খাত

শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পারচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 

প্রকৌশল খাত

ন্যাশনাল টিউবস লিমিটেডের পারচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 

প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইস্টার্ন কেবলস এবার কোনো লভ্যাংশ দেবে না বলে জানিয়েছে।

মিউচুয়াল ফান্ড

ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।