ব্র্যাকের শেয়ার কেনার ঘোষণায় ব্র্যাক ব্যাংকের দামে উল্লম্ফন

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আড়াই কোটি শেয়ার কেনার ঘোষণা দেওয়ার পর ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৩ শতাংশ দাম বেড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2020, 02:18 PM
Updated : 5 Nov 2020, 02:18 PM

বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে ব্র্যাক ব্যাংকের ৯২ লাখ ৪৬ হাজার ৩৮৯টি শেয়ার লেনদেনে হয়েছে, টাকার অংকে যার পরিমাণ ৪০ কোটি ৮০ লাখ টাকা।

ব্র্যাক এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৫০ লাখ শেয়ার কেনার আবেদন করেছিল।

বুধবার রাতে কমিশন সভায় ব্র্যাকের ওই আবেদন অনুমোদন পায়। চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে ওই শেয়ার হস্তান্তরের সময় বেঁধে দেওয়া হয়।

এই খবরে বৃহস্পতিবার সকাল থেকেই বেশি বেশি লেনদেন হতে থাকে ব্র্যাক ব্যাংকের শেয়ার।

আগের দিন এ শেয়ারের সমাপনী মূল্য ছিল ৪২ টাকা ৭০ পয়সা। বৃহস্পতিবার সেই দাম ৪৫ টাকা ৯০ পয়সা পর্যন্ত ওঠে। সমাপনী মূল্য ছিল ৪৩ টাকা ৯০ পয়সা।

বুধবার ১ হাজার ৩৩৩ বারে ব্র্যাক ব্যাংকের প্রায় ২৬ লাখ শেয়ার লেনদেন হয়েছিল। আর বৃহস্পতিবার ৩ হাজার ৫৫১ বারে লেনদেন হয়েছে ৯২ লাখ ৪৬ হাজার ৩৮৯টি শেয়ার।

সব মিলিয়ে এদিন ব্র্যাক ব্যাংকের ৪০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা ঢাকার পুঁজিবাজারে তৃতীয় সর্বোচ্চ।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৭ অর্থবছরে ব্র্যাক ব্যাংক ৫১৯ কোটি ২৮ লাখ টাকা মুনাফা করে এবং লভ্যাংশ হিসেবে প্রতি ১০০ শেয়ারে ২৫টি নতুন শেয়ার দেয়।

পরের অর্থবছরে ৫৬৭ কোটি ১ লাখ টাকা মুনাফা করে ব্র্যাক ব্যাংক লভ্যাংশ হিসেবে প্রতি ১০০ শেয়ারে ১৫টি নতুন শেয়ার দেয়।

আর ২০১৯ অর্থবছরে ব্র্যাক ব্যাংক ৪৫৮ কোটি ২৬ লাখ টাকা মুনাফা দেখায়। প্রতি ১০০ শেয়ারে সাড়ে ৭টি নতুন শেয়ার এবং প্রতি শেয়ারে ৭৫ পয়সা লভ্যাংশ দেয়।

পুঁজিবাজারে এ কোম্পানির ১৩২ কোটি ৫৮ লাখ ৭৮ হাজার ৪৭৬টি শেয়ার আছে। এর মধ্যে ৪৪ দশমিক ২৯ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৯ দশমিক শূণ্য ১৯ শতাংশ বিদেশিদের হাতে আছে ৩৭ দশমিক শূণ্য ৪৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৯ দশমিক শূন্য ০৭ শতাংশ শেয়ার আছে।

ব্র্যাক ব্যাংকের বর্তমান বাজার মূলধন ৫ হাজার ৬৬১ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১ হাজার ৩২৫ কোটি ৮৮ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ২ হাজার ৩৪৬ কোটি ৯৯ লাখ টাকা।