সপ্তাহান্তে সূচক বৃদ্ধি

সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2020, 10:43 AM
Updated : 5 Nov 2020, 10:43 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের ২২ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৪২ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে এদিন ৯২৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৮২০ কোটি ৭৭ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৪৬টির। অপরিবর্তিত রয়েছে ৯২টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২০ দশমিক ৪৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৯ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭২৫ দশমিক ৬৪ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৭৪ দশমিক শূন্য ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৮৮ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৫২ শতাংশ বেশি।

সিএসইতে ৩৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪২ কোটি ৮৮ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।