সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2020, 11:33 AM
Updated : 3 Nov 2020, 11:33 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের ৯ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৯২৮ দশমিক ০২ পয়েন্ট হয়েছে।

এ বাজারে মঙ্গলবার ৭৯৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৮৯২ কোটি ৩৫ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭০টির; আর অপরিবর্তিত রয়েছে ৭৬টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১২৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ৪১ শতাংশ বেশি।

সিএসইতে ২৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫০ কোটি ৫০ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।