সূচকের বৃদ্ধিতে শেষ হল সপ্তাহ

সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2020, 09:36 AM
Updated : 29 Oct 2020, 09:36 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৮ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৪৬ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে বৃহস্পতিবার ৯৬৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবসে লেনদেন হয়েছে ১ হাজার কোটি ১১২ কোটি ৩ লাখ টাকা।

ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৩৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৫টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮ দশমিক ৮০ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮০ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮২৪ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২০ শতাংশ বেশি।

সিএসইতে ৩৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ছিল ২৮ কোটি ৩৪ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।