২৮ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

বাংলাদেশের পুঁজিবাজারে বিভিন্ন খাতে তালিকাভুক্ত ২৮টি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 03:00 PM
Updated : 28 Oct 2020, 03:00 PM

এর বাইরে আরও চারটি কোম্পানি লভ্যাংশ দেবে না বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানিয়েছে।

বস্ত্র খাত

বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এবার ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

নূরানী ডাইং এবার তাদের বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

আর্গন ডেনিমস লিমিটেড ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

মেট্রো স্পিনিং লিমিটেড লিমিটেড, মেকসন স্পিনিং লিমিটেড এবং আনলিমা ইয়ার্ন বিনিয়োগকারীদের ২ শতাংশ করে নগদ লভ্যাংশ দেবে বলে জানিয়েছে।

প্রকৌশল

প্রকৌশল খাতে তালিকাভুক্ত মারিকো বাংলাদেশ ৬ মাসে ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বিনিয়োগকারীদের।

রতনপুর স্টিল ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বলে জানিয়েছে।

আনোয়ার গ্যালভানাইজিং বিনিয়োগকারীদের দেবে ১০ শতাংশ নগদ ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

জিপিএইচ ইস্পাত এবার ৫ শতাংশ নগদ ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

দেশবন্ধু পলিমার লিমিটেড ৫ শতাংশ নগদ এবং ওয়াইমেক্স ইলেকট্রোড লিমিটেড ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

ওষুধ খাত

এ খাতে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বিকন ফার্মা এবার ৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বলে ডিএসইকে জানিয়েছে।

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ৪ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে এবং ২ শতাংশ স্টক লভ্যাংশ দেবে বিনিয়োগকারীদের।

আর সিলভা ফার্মাসিউটিক্যালস ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বলে জানিয়েছে।

খাদ্য খাত

এ খাতে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বিনিয়োগকারীদের ৫২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ন্যাশনাল টি কোম্পানি তাদের বিনিয়োগকারীদের দেবে ৫ শতাংশ নগদ লভ্যাংশ।

আর ফাইন ফুডস ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

তথ্য প্রযুক্তি খাত

পুঁজিবাজারে তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বলে ডিএসইকে জানিয়েছে। 

আমরা নেটওয়ার্ক এবার বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আমরা টেকনোলজিস দেবে ১০ শতাংশ নগদ লভ্যাংশ।

এছাড়া বিডিকম অনলাইন বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

ভ্রমণ খাত

পুঁজিবাজারে ভ্রমণ খাতে তালিকাভুক্ত ইউনিক হোটেল বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

দ্য পেনিনসুলা চিটাগাংও বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

জ্বালানি খাত

এ খাতে তালিকাভুক্ত মবিল যমুনা লুব্রিক্যান্টস লিমিটেড বিনিয়োগকারীদের দেবে ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ।

বিবিধ

বিবিধ খাতের কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ দেবে ৫ শতাংশ নগদ লভ্যাংশ।

বিদ্যুৎ খাত

বাংলাদেশের পুঁজিবাজারে বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেড বিনিয়োগকারীদের ৮ শতাংশ নগদ ৭ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

লভ্যাংশ দেবে না যারা

জাহিন টেক্সটাইল, জিল বাংলা সুগার মিলস, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড এবং রেনউইক যজ্ঞেশ্বর গত অর্থবছরের ব্যবসার জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না।