রেনাটা, তিতাস, কপারটেকের লভ্যাংশ ঘোষণা

বাংলাদেশের পুঁজিবাজারে বিভিন্ন খাতে তালিকাভুক্ত ছয়টি কোম্পানি স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2020, 12:50 PM
Updated : 27 Oct 2020, 12:50 PM

এগুলোর মধ্যে রেনেটা লিমিটেড, তিতাস গ্যাস ও কপারটেক ইন্ডাস্ট্রিজ লভ্যাংশ ঘোষণা করেছে।

বাকি ৩টি কোম্পানি লভ্যাংশ দেবে না বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানিয়েছে।

এগুলো হলো- বস্ত্র খাতের আরএন স্পিনিং মিলস, খাদ্য খাতের মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।

রেনেটা লিমিটেড

ওষুধ খাতে তালিকাভুক্ত রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

আগামী ১৯ ডিসেম্বর সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ১৬ নভেম্বর।

লভ্যাংশের খবরের পর রেনেটা লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে। রোববার এ শেয়ার ঢাকার পুঁজিবাজারে ১ হাজার ১৩৯ টাকায় লেনদেন হচ্ছিল। মঙ্গলবার তা বেড়ে ১ হাজার ১৭৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

তিতাস গ্যাস

বাংলাদেশের পুঁজিবাজারে জ্বালানি খাতে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিনিয়োগকারীদের ২৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আগামী ১৫ ডিসেম্বর সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ১৮ নভেম্বর।

লভ্যাংশের খবরের পর তিতাস গ্যাস লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে। রোববার এ শেয়ার ঢাকার পুঁজিবাজারে ৩৩ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছিল। মঙ্গলবার তা বেড়ে ৩৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

কপারটেক ইন্ডাস্ট্রিজ

বাংলাদেশের পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য সাড়ে ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

তবে এই লভ্যাংশ কোন পরিচালক পাবেন না বলে জানিয়েছে কোম্পানি।

আগামী ১৪ জানুয়ারি সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ২২ নভেম্বর।