শেষদিনে বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষদিন সূচক সামান্য কমলেও বাংলাদেশের দুই পুঁজিবাজারে বেড়েছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2020, 10:36 AM
Updated : 22 Oct 2020, 10:36 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দুই দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক শূন্য পাঁচ শতাংশ কমে চার হাজার ৯১৪ দশমিক ০৩ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে বৃহস্পতিবার এক হাজার ২৯ কোটি তিন লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবসে ৮৫৫ কোটি ২৫ লাখ টাকা লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির আর কমেছে ১৯২টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দুই দশমিক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৪ দশমিক শূণ্য ১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দুই দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৯২ দশমিক ৪৩ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই চার দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৯ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক শূন্য তিন শতাংশ কম।

সিএসইতে ২৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছে ২৩ কোটি ৪২ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।