ই-জেনারেশনের আইপিও অনুমোদন

তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১০ টাকা দামের ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা তোলার অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2020, 02:26 PM
Updated : 21 Oct 2020, 02:26 PM

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ই-জেনারেশন লিমিটেড বিএসইসিকে জানিয়েছে, ওই টাকা দিয়ে তারা অফিস কিনবে, ব্যাংক থেকে ঋণ হিসেব নেওয়া ঋণ পরিশোধ করবে এবং ডিজিটাল স্বাস্থ্য সেবার উন্নয়ন করবে।

২০০৩ সালে প্রতিষ্ঠিত ই-জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান সৈয়দা কামরুন নাহার আহমেদ এবং এর ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান।

ই-জেনারেশন লিমিটেড সফটওয়্যার তৈরি করে এবং তথ্য প্রযুক্তি খাতের পরামর্শক হিসেবে কাজ করে।

২০১৯ সালে এ কোম্পানি মুনাফা করেছে ১০ কোটি ৯০ লাখ টাকা। ২০১৯ সালের আরর্থিক প্রতিবেদন অনুযায়ী তাদের মোট সম্পদের পরিমাণ ১৩১ কোটি ২৫ লাখ টাকা। শেয়ার প্রতি মুনাফা ১ টাকা ৮২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ২০ টাকা ৫৬ পয়সা।