এপোলো ইস্পাতের ২ পরিচালককে জরিমানা

আইন ভঙ্গ করে শেয়ার বিক্রি করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এপোলো ইস্পাত কমপ্লেক্সের দুই পরিচালককে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2020, 01:27 PM
Updated : 21 Oct 2020, 01:27 PM

বুধবার বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এপোলো ইস্পাত কমপ্লেক্সের পরিচালক আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেড না জানিয়ে ৮ লাখ ৮৮ হাজার শেয়ার বিক্রি করে দিয়েছে। এজন্য আর্ট ইন্টারন্যাশনালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরেক পরিচালক জুপিটার বিজনেস লিমিটেড না জানিয়ে এপোলো ইস্পাতের ৮ লাখ ৯১ হাজার শেয়ার বিক্রি করে দিয়েছে। এজন্য জুপিটার বিজনেসকেও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এপোলো ইস্পাত কমপ্লেক্সে আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিনিধি হিসেবে আছেন মমতাজুর রহমান এবং জুপিটার বিজনেস লিমিটেডের প্রতিনিধি হিসেবে আছেন মুশফিকুর রহমান।

নিয়ম অনুযায়ী কোনো কোম্পানির পরিচালক শেয়ার কিনেতে বা বিক্রি করতে চাইলে তাকে বিনিয়োগকারীদের আগে জানাতে হয়।

পরিচালক স্টক এক্সচেঞ্জগুলোকে জানান। স্টক এক্সচেঞ্জগুলো তা বিনিয়োগকারীদের জানায়।