ডিএসই এমডি সানাউলের পদত্যাগ

পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2020, 12:29 PM
Updated : 21 Oct 2020, 12:33 PM

‘ব্যক্তিগত’ কারণে তার এই সিদ্ধান্ত বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

গত ৮ অক্টোবর সানাউল হক ডিএসইর চেয়ারম্যানের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। বুধবার পরিচালনা পর্ষদের সভায় তা গৃহীত হয়।

তবে নিয়ম অনুযায়ী আরও তিন মাস সানাউল দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০২১ সালের ৮ জানুয়ারি তিনি পরবর্তী এমডির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।  

পদত্যাগের কারণ ডিএসই ‘ব্যক্তিগত’ বললেও এ বিষয়ে সানাউলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সানাউল চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ডিএসইর এমডি পদে যোগ দিয়েছিলেন। তাকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল।

এর আগে তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।