লিগ্যাসি ফ্যাশনকে কিনে নিচ্ছে রিজেন্ট টেক্সটাইল

বাংলাদেশের পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড ৮৩ কোটি টাকায় লিগ্যাসি ফ্যাশন লিমিটেড নামে আরেকটি বস্ত্র কোম্পানিকে কিনে নিচ্ছে।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2020, 02:49 PM
Updated : 20 Oct 2020, 02:49 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড।   

রিজেন্ট টেক্সটাইল জানিয়েছে, আর্থিক প্রতিবেদন অনুযায়ী লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের নিট সম্পদের পারমাণ ৮৩ কোটি টাকা এবং সেই দামেই তারা ওই কোম্পানির ৯৯ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে।

চট্টগ্রামের কালুরঘাটে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০৬ সালে যাত্রা শুরু করে লিগ্যাসি ফ্যাশন। বর্তমানে এ কোম্পানি বছরে গড়ে ৩০০ কোটি টাকার পণ্য রপ্তানি করে বিভিন্ন দেশে।

রিজেন্ট টেক্সটাইল মিলস জানিয়েছে লিগ্যাসি ফ্যাশন কিনে নেওয়ার বাইরে তারা আরএমজি ব্যবসায় আরও ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে এবং এ বিষয়ে শেয়ার হোল্ডারদের কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছে।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল মিলসের শেয়ার লেনদেনে আছে ‘বি’ ক্যাটাগরিতে।

মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে এ শেয়ার ১০ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১০ টাকা ৪০ পয়সায়।

২০১৮-১৯ অর্থবছরে রিজেন্ট টেক্সটাইল মিলস মুনাফা করেছিল ১১ কোটি ৭৯ লাখ টাকা। বিনিয়োগকারীদে লভ্যাংশ হিসেবে দিয়েছে প্রতি ১০০ শেয়ারে ৫টি নতুন শেয়ার।

পুঁজিবাজারে এ কোম্পানির ১২ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ৭৫০টি শেয়ার আছে। এর মধ্যে ৫৪ দশমিক ৫৫ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৭ দশমিক ৫১ শতাংশ শেয়ার, এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৭ দশমিক শূন্য ৯৪ শতাংশ শেয়ার আছে।

রিজেন্ট টেক্সটাইল মিলসের বর্তমান বাজার মূলধন ১৩২ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১২৭ কোটি ৩৪ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১৬৫ কোটি ৫৭ লাখ টাকা।