মুনাফা বেড়েছে দুই ইন্সুরেন্স কোম্পানির

বীমা খাতে তালিকাভুক্ত দুটি কোম্পানি তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2020, 01:27 PM
Updated : 18 Oct 2020, 01:27 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দুটি কোম্পানিই মুনাফায় রয়েছে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতি শেয়ারে ২৮ পয়সা মুনাফা দেখিয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ১ পয়সা।

নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটি প্রতি শেয়ারে মুনাফা করেছে ১ টাকা ২০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা।

ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তৃতীয় প্রান্তিকে প্রতি শেয়ারে ১৬ পয়সা মুনাফা দেখিয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ১৭ পয়সা।

নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটি প্রতি শেয়ারে মুনাফা করেছে ৫৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৪ পয়সা।