সূচক, লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন সূচক ও লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2020, 11:28 AM
Updated : 18 Oct 2020, 12:01 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৭৭ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে ৬৫৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৫৪৮ কোটি ৭ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, আর কমেছে ১৯৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১১ দশমিক ২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৭৫ দশমিক ৫৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৩৩ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩৬ শতাংশ বেশি।

সিএসইতে ২৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৫ কোটি ৩৯ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।