বিএসআরএম স্টিলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2020, 08:37 AM
Updated : 18 Oct 2020, 08:37 AM

অর্থাৎ, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা ৫০ পয়সা করে পাবেন। ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ দেওয়া হবে।

আগামী ২৪ ডিসেম্বর সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে । সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ১৫ নভেম্বর।

লভ্যাংশের খবরে বিএসআরএম স্টিল লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে। আগের দিন যেখানে এ শেয়ার ৩৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছিল, রোববার বিক্রি হচ্ছে ৩৯ টাকা ৫০ পয়সায়।

বিএসআরএম স্টিল গত অর্থবছরে প্রতি শেয়ারে মুনাফা করেছে ১ টাকা ৯৭ পয়সা। আর তাদের শেয়ার প্রতি সম্পদের পরিমাণ ৫৬ টাকা ৮৪ পয়সা।

২০০৯ সালে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে পুঁজিবাজারে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৮-১৯ অর্থবছরে বিএসআরএম স্টিল মুনাফা করেছিল ১৭২ কোটি ৮১ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ২ টাকা ৫০ পয়সা।

পুঁজিবাজারে এ কোম্পানির ৩৭ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৫০০টি শেয়ার আছে। এর মধ্যে ৭০ দশমিক ৫৩ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৭ দশমিক ৮১ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে দশমিক ৩৭ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১১ দশমিক শূন্য ২৯ শতাংশ শেয়ার আছে।

বিএসআরএম স্টিলের বর্তমান বাজার মূলধন ১ হাজার ৪৮১ কোটি ২৫ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৩৭৫ কোটি ৯৫ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৬৬৯ কোটি ৭৪ লাখ টাকা।